Gmail
COMPOSE
বেহাল ডাক পরিষেবা ।
দুর্গাপুর ইস্পাত নগরীর উপকন্ঠে রয়েছে বেশ কয়েকটি বর্ধিষ্ণু গ্রাম যেমনআমরাই, কাণ্ডেশ্বর, কুড়ুরিয়া, ঝাণ্ডাবাদ এবং তৎসহ অধুনা স্থাপিত বেশ কয়েকটিবসতি যথা সুকান্তপল্লী, ইন্দ্রপ্রস্থ, উত্তরায়ণ, সারদানগর, মিলনপল্লী, দুর্গানগর ইত্যাদী ।সর্বসাকুল্যে এতদ্অঞ্চলের লোকসংখ্যা প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক । এই বিশালঅঞ্চলের মানুষের ডাক পরিষেবার জন্য আছে একটি মাত্র ‘শাখা-পোস্টঅফিস’, আমরাই গ্রামে । এই শাখা পোস্টঅফিসটি একান্ত ভাবেই রয়েছে দুর্গাপুর -3’এরছত্রছায়ায়, বিগত প্রায় সত্তর বছর ধরে। তখন এই শাখাটি এই গ্রামে স্থাপিত হয়েছিলEPS বা EXPERIMENTAL POSTAL SERVICE এর আওতায় । কিন্তু চরমদু:খের বিষয়, প্রায় সত্তর বছর আগে পরীক্ষামূলক ভাবে স্থাপিত ডাকঘরের এইশাখাটি আজও কোন পূর্ণতা পায়নি এবং যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে । যারফলে এই বিস্তীর্ণ অঞ্চলের আপামর জনসাধারন চরম ভাবে এই বেহাল ডাক পরিষেবারশিকার । অত্যাধুনিক ডাক পরিষেবা পাওয়া তো দুরের কথা বর্তমান দিনেরন্যূনতম পরিষেবাটুকুও এখানে পাওয়া দুষ্কর । নিতান্তই কয়েকটি খাম, পোস্টকার্ড আরডাকটিকিট ছাড়া কোন কিছুই এখানে পাওয়া যায় না । না হয় স্পিডপোস্ট, না হয় মানিঅর্ডার না হয় MIS, NSC, KVP, PPF। না পাওয়া যায় আরও অন্য কিছুস্বল্প সঞ্চয়ের মাধ্যমে টাকা রাখার সুযোগ । শুধু মাত্র সেভিংস একাউন্টে রাখারাখার সুবিধাটুকুই পাওয়া যায় এখানে কিন্তু নিতান্ত প্রয়োজনেও টাকা তোলা একদুরূহ ব্যাপার । হয় টাকার যোগান নেই নয়ত বা অন্য কোন কারণে নামন্জুর।
বর্তমানে এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ একান্তভাবেই নির্ভর করে থাকেনস্বল্পসঞ্চয়ের মাসিক সুদটুকুর ওপর । কিন্তু এই বিকলাঙ্গ পোস্টঅফিসটিতে স্বল্প সঞ্চয়েরকোন পরিষেবাই না পাওয়ার জন্য অসংখ্য বরিষ্ট নাগরিকদের শুধুমাত্র পেটের তাগিদেযেতে হয় দুর দুরান্তের পোস্টঅফিসগুলিতে এমনকি প্রাণের ঝুঁকি নিয়ে সাইকেল, রিক্সাবা টোটোতে করে NH2 পেরিয়েও মাসিক সুদের অংকটুকু তুলে আনতে বা তা পাওয়ার ব্যবস্থা করতে । লিঙ্ক ফেলিওর তো এখন ডাকঘরের নিত্যসঙ্গী, তাইযে কোন কাজেই যাওয়া যাক না কেন তা প্রায় সারাদিনের মোকাম ।
বৈদ্যুতিন বাণিজ্যের ফুলেফেঁপে ওঠা বাজারের সুযোগ নিয়ে নিজেদের আয়বাড়াতে একদিকে ঢেলে সাজাচ্ছে ডাক বিভাগ এমনকি গ্রাহকদের সুবিধার জন্য ব্যাঙ্কেরমত তারাও চালু করছে কোর ব্যাঙ্কিং সলিউশন (সি বি এস) পরিষেবা অপরদিকেশিল্পাঞ্চলের মধ্যে অবস্থিত এই বিপুল সংখ্যক গ্রামবাসীদের জন্য একটি মাত্র ডাকঘরপ্রদীপের নীচের অন্ধকারের মত যুগ যুগ ধরে অবহেলিতই রয়ে যাচ্ছে।
শহরাঞ্চলে যদিও প্রায় কেউই এখন আর কোন বিকেলের ডাকেই কারো চিঠিপাবার আশায় বসে থাকে না তবুও গ্রামাঞ্চল তথা আপামর জনসাধারনের জীবনে ডাকপরিষেবার গুরূত্ব এখনও অসীম ।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন আমরাই গ্রামেঅবস্থিত এই সুপ্রাচীন ডাকঘরটিকে অবিলম্বে একটি পূর্ণ ডাকঘরের মান্যতাদেওয়ার ব্যবস্থা করা হোক যাতে এই অঞ্চলের আপামর জনসাধারনও অন্যান্যডাক ঘরের মত সাধারন সুযোগ সুবিধাটুকু পাওয়ার থেকেও যেন বঞ্চিত না হয়,এই অত্যাধুনিক যুগে ।
Final-Recipient: rfc822; bartaman@satyam.net.in Action: failed Status: 5.1.1 Remote-MTA: dns; aspmx.l.google.com. (2607:f8b0:400d:c08::1a, the server for the domain satyam.net.in.) Diagnostic-Code: smtp; 550-5.1.1 The email account that you tried to reach does not exist. Please try 550-5.1.1 double-checking the recipient's email address for typos or 550-5.1.1 unnecessary spaces. Learn more at 550 5.1.1 https://support.google.com/ Last-Attempt-Date: Fri, 11 Aug 2017 08:23:22 -0700 (PDT) ---------- Forwarded message ---------- From: Kanchan Kumar Chatterjee <chatterjee.kanchan@gmail.com> To: bartaman@satyam.net.in Cc: Bcc: Date: Fri, 11 Aug 2017 20:53:21 +0530 Subject: বেহাল ডাক পরিষেবা । সম্পাদক সমীপেষু, বর্তমান, ৬-জে.বি.এস.হ্যালডেন অ্যাভিনিউ, কলকাতা – ৭০০ ১০৫ মাননীয় মহাশয়, দুর্গাপুর ইস্পাত নগরীর উপকন্ঠে রয়েছে বেশ কয়েকটি বর্ধিষ্ণু গ্রাম যেমন আমরাই, কাণ্ডেশ্বর, কুড়ুরিয়া, ঝাণ্ডাবাদ এবং তৎসহ অধুনা স্থাপিত বেশ কয়েকটি বসতি যথা সুকান্তপল্লী, ইন্দ্রপ্রস্থ, উত্তরায়ণ, সারদানগর, মিলনপল্লী, দুর্গানগর ইত্যাদী । সর্বসাকুল্যে এতদ্অঞ্চলের লোকসংখ্যা প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক । এই বিশাল অঞ্চলের মানুষের ডাক পরিষেবার জন্য আছে একটি মাত্র ‘শাখা- পোস্টঅফিস’, আমরাই গ্রামে । এই শাখা পোস্টঅফিসটি একান্ত ভাবেই রয়েছে দুর্গাপুর -3’এর ছত্রছায়ায়, বিগত প্রায় সত্তর বছর ধরে। তখন এই শাখাটি এই গ্রামে স্থাপিত হয়েছিল EPS বা EXPERIMENTAL POSTAL SERVICE এর আওতায় । কিন্তু চরম দু: খের বিষয়, প্রায় সত্তর বছর আগে পরীক্ষামূলক ভাবে স্থাপিত ডাকঘরের এই শাখাটি আজও কোন পূর্ণতা পায়নি এবং যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে । যার ফলে এই বিস্তীর্ণ অঞ্চলের আপামর জনসাধারন চরম ভাবে এই বেহাল ডাক পরিষেবার শিকার । অত্যাধুনিক ডাক পরিষেবা পাওয়া তো দুরের কথা বর্তমান দিনের ন্যূনতম পরিষেবাটুকুও এখানে পাওয়া দুষ্কর । নিতান্তই কয়েকটি খাম, পোস্টকার্ড আর ডাকটিকিট ছাড়া কোন কিছুই এখানে পাওয়া যায় না । না হয় স্পিডপোস্ট, না হয় মানি অর্ডার না হয় MIS, NSC, K
|
People (2)
Show details
|
No comments:
Post a Comment