VISVA BHARATI
Founder President SANTINIKETAN
RABINDRANATH TAGORE BENGAL,
INDIA
৫/১/৩৫ 1935
সবিনয় নিবেদন,
রবীন্দ্রনাথ আপনার ১০ই পৌষ তারিখের চিঠি যথাসময়েই পাইয়াছিলেন । প্রবাসী
বঙ সাহিত্য সম্মেলন ইত্যাদী কার্য্যপ্রসঙে তাঁহাকে গত কয়দিন কলিকাতায়
থাকিতে হইয়াছিল তাই আপনার চিঠির উত্তর এত দিন দেওয়া সম্ভবপর হয় নাই । উত্তরায়ন
অঞ্চলে প্রহরীর তাড়নায় আপনি তাঁহার সহিত দেখা করিতে পারেন নাই তজ্জন্য তিনি
নিতান্ত দুঃখিত । মেলার সময় বাহিরের এত লোকের ভিড় হয় যে সেই কয়দিন বাড়ির
বাহিরের ফটকে বাধ্য হইয়াই প্রহরী রাখিতে
হয় । তখন তাঁহার কাজের খুব চাপ পড়ে এবং দিন রাত্রি দর্শন প্রার্থীদের ভিড়ও লাগিয়া থাকে । সাধারনত তাঁহার
গৃহে অবারিত দ্বার, কিন্তু পৌষ উৎসবের দিন
কয়টি তাঁহার সহিত সাক্ষাতের প্রশস্ত সময় নহে । আপনি অন্য কোন সময়ে আসিলে
অনায়াসেই তাঁহার সহিত সাক্ষাৎ করিতে পারেন
। ইতি –
বিনীত
শ্রী অনিল কুমার চন্দ ।
শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সহায়ক
শ্রীযুক্ত অমরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সমীপেষু ।
কাঞ্চন
ওঁ
শান্তিনিকেতন
কল্যানীয়েষু,
তোমার “সম্বর্ধনা” কবিতাটি পড়ে
বিশেষ আনন্দলাভ করেছি । আশা করি কোনো উপলক্ষে তোমার সঙ্গে আমার দেখা হবে ।
তোমার চিঠি পড়ে বোধ হল যে তুমি
এখনো সংবাদ পাওনি যে আশ্রমে আমার জন্মদিনে জয়ন্তী উৎসব হবে না । এখন এখানে
জলাভাব এবং অত্যন্ত গ্রীষ্ম । অতিথিদের অভ্যর্থনার উপযুক্ত আয়োজন এখানে এখন অসম্ভব
।
ইতি
১৫ই বৈশাখ ১৩৩৮
শুভাকাঙ্খী
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ।।
কাঞ্চন
No comments:
Post a Comment